আশাশুনি সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী ডালিম আটক

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৫, ০৭:৩৮ পিএম
আশাশুনি সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী ডালিম আটক

 আশাশুনিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ডালিমকে আটক করেছে। ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরী অভিযান পরিচালনা করেন।  

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের মৃত আবুল হোসেন ঢালীর ছেলে কায়ুম হোসেন ডালিমকে ৪০পিস ইয়াবা ট্যাবলেট, ২কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১টি মাদক ওজন মেশিনসহ তার বাড়ি থেকে হাতেনাতে আটক করা হয়। ক্যাম্প কমান্ডার লেঃ আসেফ আহসান চৌধুরী সাংবাদিকদের জানান, ডালিম দীর্ঘদিন ধরে আশাশুনি উপজেলা থেকে জেলা পর্যায় পর্যন্ত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করছিল। এমন তথ্যের ভিত্তিতে নিখুঁত পরিকল্পনায় অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছি। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আসামীকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে