টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী ইউনিয়ন মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ হাফিজুর রহমান শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ জামিল মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি'র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টুর সহধর্মিনী বিলকিস সালাম, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- এডভোকেট আব্দুস সালাম পিন্টুর কন্যা ডাক্তার সাফওয়াত বিনতে সালাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি'র সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, হাবিবুর রহমান তরফদার ভূট্টো, মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলম মন্ডল, নিকরাইল ইউনিয়ন বিএনপি'র সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।