বেগম জিয়ার রোগমুক্তি কামনায় ভালুকায় দোয়া মাহফিল

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) :
| আপডেট: ২৯ নভেম্বর, ২০২৫, ০৬:৩৯ পিএম | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৫, ০৬:৩৯ পিএম
বেগম জিয়ার রোগমুক্তি কামনায় ভালুকায় দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভালুকা উপজেলার জামিরদিয়া শনিবার (২৯ নভেম্বর) বাদজোহর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মুর্শেদ আলমের বাড়িতে কোরআনখানি দোয়া,মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনটির ভারপ্রপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মুর্শেদ আলম, যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহাম্মেদ, মজিবুর রহমান মজু, রুহুল আমীন রুহুল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিকদল সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন প্রমূখ। দোয়া মাহফিল পরিচারনা করেন, জেলা উলামা দল সভাপতি আলহাজ্ব মাওলানা মফিজুর রহমান। 

আপনার জেলার সংবাদ পড়তে