আশাশুনির ইউএনও কৃষ্ণা রায়কে বদলিজনিত বিদায় সংবর্ধনা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ০৬:৪৫ পিএম
আশাশুনির ইউএনও কৃষ্ণা রায়কে বদলিজনিত বিদায় সংবর্ধনা

আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়কে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার বেলা ১১.৩০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। 

উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। অফিস সহকারী কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, বিদায়ী ইউএনও কৃষ্ণা রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশাশুনির সাবেক এসি (ল্যান্ড) ও বর্তমান শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। অন্যদের মধ্যে আলোচনা রাখেন, ইউএলএও শেখ আনিছুর রহমান, এস (ল্যান্ড) অফিসের প্রধান সহকারী আলাউদ্দীন আল মারুফ, নাজির শাহিনুর ইসলাম ও উপজেলা পরিষদের সিএ নাজমুল হুদা। অনুষ্ঠানে বিদায়ী ইউএনওকে পুস্পস্তবক দিয়ে বিদায় ও ক্রেস্ট প্রদান করেন অতিথিবর্গ।

আপনার জেলার সংবাদ পড়তে