ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিভিন্ন মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দিনভর গফরগাঁও-পাগলা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাড. আল ফাতাহ খানের নির্দেশে পাগলা থানা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলায় বিভিন্ন মাদ্রাসায় কুরআনের পাখিদের নিয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে বাদ আসর গাভীশিমুল ফয়জুল উলুম হামিউস্ সুন্নাহ্ ক্বওমি মাদ্রাসার হলরুমে
মিলাদ মাহফিল শেষে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে
পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাহিদুল কবির সেলিম, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য শাহ আলম বিপ্লব, পাগলা থানা তাঁতি দলের সদস্য মো: কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নেতা আবু কালাম খাঁ, বুলবুল ভূঁইয়া, রাসেল মিয়া, শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতা-কর্মী ও মাদ্রাসায় শিক্ষক- শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উক্ত দোয়া মাহফিলের অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামি হাফেজ মাওলানা মুফতি আহাম্মদ শফী।