পূর্ব শত্রুতার জের: ১৭ দিন পর গ্রেপ্তার ১, জখমীকে ঢাকায় স্থানান্তর

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৫, ১০:২৮ এএম
পূর্ব শত্রুতার জের: ১৭ দিন পর গ্রেপ্তার ১, জখমীকে ঢাকায় স্থানান্তর

কিশোরগঞ্জে কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নের খিলেরবন গ্রামের মোঃ আব্দুর রউফ মিয়ার ছেলে মোঃ রিয়ন মিয়া (২৫) কে পূর্ব শক্রতার জের ধরে একই গ্রামের জজ মিয়া, সায়েম মিয়া, আনোয়ার মিয়া, ফরিদ মিয়া, বসির মিয়া সহ ২-৩ জন গত ১৫ নভেম্বর হতে ১৬ই নভেম্বর সায়েদ মিয়ার বাড়ির সামনের রাস্তা থেকে অপহরন করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। পর দিন ১৬ই নভেম্বর গভীর রাতে মোঃ রিয়ন মিয়া (২৫) কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করার পর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। থাকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী ভাবে কুপিয়ে জখম করে জজ মিয়া, সায়েম মিয়া, আনোয়ার মিয়া সহ ৬-৭ জন লোক। তার নিকট থেকে নগদ ৪৫ হাজার টাকা সহ বিভিন্ন জিনিস পত্র নিয়েগেছে  বলে অভিযোগ রয়েছে। মোঃ রিয়ন মিয়া গুরুতর আহত অবস্থায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকার ১০ দিন পর (২৫ নভেম্বর) কুলিয়ারচর থানার পুলিশ মামলা টি রেকর্ড করেন। সোমবার দিবাগত রাত্রে রিয়ন মিয়া কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। রিয়ন মিয়ার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে জজ মিয়া, সায়েম মিয়া, আনোয়ার মিয়া, ফরিদ মিয়া, বসির মিয়া ও তার পরিবারের লোকজনেরা তাদের কে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছেন। সোমবার রাতে গুরুতর আহত রিয়ন মিয়া সংবাদ কর্মীদের বলেন, বেশ কিছুদিন তিনি বিদেশ থেকে ফিরে এসেছেন। প্রতিপক্ষের লোকজন তাকে ছিনতাই ও অপহরন করে নিয়ে হত্যা করে ফেলার জন্য চেষ্টা চালিয়ে আসছিল। রিয়ন মিয়ার মায়ের অভিযোগ, তার ছেলেকে যারা হত্যা করার জন্য চেষ্টা চালিয়ে আসছিল তিনি তাদের বিচার দাবি করেন। কুলিয়ারচর অদ্যায়নরত ওসি খোকন চন্দ্র সরকার বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। সায়েদ মিয়ার ছেলে বসির মিয়া (২৬) নামের একজন কে গ্রেপ্তার করার পর কোর্টে চালান দিয়েছেন বলে উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে