মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীরা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
গতকাল মঙ্গলবার ২ ডিসেম্বর সাকাল ১১ ঘটিকায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত এই কর্মসূচিতে অংশ নেন পরিবার কল্যাণ সহকারী (ঋডঅ), পরিবার কল্যাণ পরিদর্শক (ঋডঠ) এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক (ঋচও)-সংশ্লিষ্ট কর্মীরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে সময়োপযোগী পদোন্নতি, যৌক্তিক বেতন স্কেল, নিরাপদ কর্মপরিবেশসহ বিভিন্ন প্রকার সুবিধা পুনর্বহালের দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। তারা বলেন, মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সত্ত্বেও তাদের আর্থিক ও পেশাগত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচি থেকে দ্রুত দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ সময় ব্যানার ও ফেস্টুনে নিজেদের ন্যায্য দাবির কথা তুলে ধরেন উপস্থিত কর্মীরা।