খালেদা জিয়া সংকটাপন্ন

কালকিনিতে ছাত্রদল নেতারা আলোকসজ্জা করে ক্রিকেট টুর্নামেন্ট খেলায় সমালোচনার ঝড়

এফএনএস (এস. এম. রাসেল; মাদারীপুর) : | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৫, ০৪:০২ পিএম
কালকিনিতে ছাত্রদল নেতারা আলোকসজ্জা করে ক্রিকেট টুর্নামেন্ট খেলায় সমালোচনার ঝড়

সমগ্র বাংলাদেশ যখন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সংকটাপন্ন হাসপাতালে চিকিৎসাধীন, তার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করছে আর সেখানে কালকিনি উপজেলা ছাত্রদলের ২ জন যুগ্ম আহবায়ক ইমারাত হোসেন ইমু ও সফিকুল ইসলাম সাহিন জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট খেলার আয়োজন করেছে। এই বিবেকহীন কাজের জন্য  দলমত নির্বিশেষে অনেকই অসন্তোষ ও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। 

খোঁজ নিয়ে জানা গেছে,  মাদারীপুর জেলার কালকিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমারাত হোসেন ইমু ও সফিকুল ইসলাম সাহিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ইং খেলার আয়োজন করেছে। এতে দল প্রতি ১ হাজার টাকা করে ২০ দল থেকে ২০ হাজার টাকা এন্ট্রি ফি নিয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন লোক থেকে আরও বেশ কিছু টাকা কালেকশন করেন। গত এক সপ্তাহ ধরে প্রতি রাডে আলোকসজ্জা ও গান বাজিয়ে আনন্দ ফূর্তি করে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হওয়ায় হতবাক এলাকাবাসী ও দলের নেতাকর্মীরা।

নামক প্রকাশ না করার শর্তে ছাত্রদলের এক নেতা এই প্রতিবেদককে জানান, কালকিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমারাত হোসেন ইমু ও সফিকুল ইসলাম সাহিনের এই বিবেকহীন কর্মকাণ্ডে আমরা লজ্জিত ও দুঃখ প্রকাশ করেছি। পাশাপাশি এমন কর্মকাণ্ডের জন্য এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করছি। 

কালকিনি উপজেলা ছাত্রদলের  যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম সাহিন জানান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা আমরাও করি। শীঘ্রই আলোচনা করে টুর্নামেন্ট খেলা বন্ধ করে দেয়া হবে। 

মাদারীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মেহেদী হাসান জাকির জানান, কালকিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমারাত হোসেন ইমু ও সফিকুল ইসলাম সাহিনের এই বিবেকহীন কর্মকাণ্ডে আমরা লজ্জিত ও দুঃখ প্রকাশ করেছি। এদের বিরুদ্ধে সাংগঠনিক নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে