জমির মালিকানা নিয়ে দ্বন্ধে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির জেলা কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সমিতির সদস্যরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। সেইসাথে তারা দোষীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। অন্যথায় কঠোর আন্দোলনের পাশাপাশি সারা বরিশালে ওষুধ বিক্রয় সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার ভোরে নগরীর সদর রোডে অবস্থিত বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির জেলা কার্যালয়ের নিজস্ব ভবনে এ ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এক শ্রমিককে আটক করেছে পুলিশ। দুই ঘণ্টা ধরে চালানো তান্ডবে প্রায় ২০ জন লোক অংশগ্রহণ করেছে। সমিতির কম্পিউটার অপারেটর দেবাশীষ হালদার বলেন, পাশের পর্যটন হোটেল মালিক ইকবাল আজম তাদের সমিতির নিজস্ব ভবনের জমির মালিকাকানা দাবি করে পর্যায়ক্রমে ২১টি মামলা দায়ের করেন। কিন্তু আমাদের বৈধ ক্রয় দলিল রয়েছে। তারপরেও কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির অফিসে ওই হোটেল মালিকের লোকজন জমি দখলের জন্য ভাঙচুর চালিয়ে লুটপাট করেছে। এ ব্যাপারে হোটেল মালিক কিংবা কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় এখনও কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।