কিশোরগঞ্জে এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৫ উদযাপন

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৬ পিএম
কিশোরগঞ্জে এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৫ উদযাপন

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মংগলবার সকালে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন  জেলা সমাজসেবা কার্যালযয়ের উপপরিচালক কামরুজ্জামান খান।বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো:শহীদুল্লাহ্। এতে সভাপতিত্ব করেন , আর্প  এর নির্বাহী পরিচালক মাহমুদা বেগম। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদী। আর্প এর পরিচালক এনজিও ব্যক্তিত্ব জাহাঙ্গীর ফকিরের পরিচালনায় এতে দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন,  ওআর এর নির্বাহী পরিচালক এ্যাডভোকেট ফকির মোঃ মাজহারুল ইসলাম, চেতনার নির্বাহী পরিচালক মোহাম্মদ মুছা, বিআরডিএস এর নির্বাহী পরিচালক মোঃ রিয়াজুল ইসলাম, ফেয়ারের নির্বাহী পরিচালক কামরুজ্জামান,তৃষ্ণা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক তারিকুল আলম, ওয়েপের নির্বাহী পরিচালক মিজানুর রহমান,আপোর নির্বাহী পরিচালক মোঃ এমদাদ উদ্দিন সবুজ,উপকারভোগী জসিম উদ্দিন প্রমুখ।

এ সময় কিশোরগঞ্জ জেলার এনজিও ফাউন্ডেশন এর সকল সদস্যবৃন্দ, উপকারভোগী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে