গফরগাঁওয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম, দোয়া

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৮ পিএম
গফরগাঁওয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম, দোয়া

রাজধানীর এভারকেয়ার হসপিটালে ফুসফুস  ও হৃদযন্ত্রের গুরুতর অসুস্থ চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নেক হায়াত কামনায় পবিত্র কুরআন খতম করেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারইহাটি এ বি আর দারুল কুরআন মাদ্রাসার হিফজ বিভাগের শতাধিক কোমলমতি শিক্ষার্থী।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ-১০ আসনের মনোনয়ন প্রত্যাশী, জেলা দক্ষিণ  বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা এই কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

কুরআন খতম এবং দোয়া ও মোনাজাতের পর ডা. রানা মাদ্রাসায় হিফজ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে দুপুরের খাবার খান।

পরে বিকেলে আঙ্গারী  ফাজিল মাদ্রাসা মাঠে হাজারো জনতার উপস্থিতিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ প্রসঙ্গে ডা. রানা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলমত নির্বিশেষে সকলের ভালোবাসায় সিক্ত। তিনি সবসময় ইসলামকে সম্মান করতেন, সন্মান করতেন হক্কানী আলেমদেরকেও। এজন্য তার প্রতি শ্রদ্ধা থেকেই দেশের মানুষ দোয়া করছেন।

এসব দোয়া ও মুনাজাত অনুষ্ঠানে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে