নতুন ঘর পেলেন অসহায় বিমলা হাজং

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৫, ০১:৫৫ পিএম
নতুন ঘর পেলেন অসহায় বিমলা হাজং

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের বেলতলী গ্রামের অসহায় বৃদ্ধা বিমলা হাজং অবশেষে পেলেন মাথা গোঁজার নিরাপদ আশ্রয়। বহু বছর ধরে ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করা এই বয়স্ক নারী সম্প্রতি একটি নতুন ঘর উপহার পেয়েছেন মানবিক উদ্যোগের অংশ হিসেবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে এ ঘর নির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। পুরো উদ্যোগের তত্ত্বাবধানে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় ঘর নির্মাণের সব কাজ সম্পন্ন হয়।

ঘর পেয়ে আবেগঘন কণ্ঠে বিমলা হাজং বলেন, জীবনে কখনো ভাবিনি নতুন ঘর পাব। ভাঙা ঘরে কত কষ্টে থাকতামৃ আজ যেন নতুন জীবন শুরু হলো।

স্থানীয় বাসিন্দারা জানান, এটি শুধু ঘর নয়-অসহায় মানুষের প্রতি মানবিক দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ। তাদের প্রত্যাশা, সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিষয়ে কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। অসহায় ও সুবিধাবঞ্চিতদের জীবনমান উন্নয়নে বিএনপি সবসময় পাশে থাকবে।

বিমলা হাজং-এর নতুন ঘর উদ্বোধনে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এটাই প্রমাণ করে মানবিকতা রাজনীতির ঊর্ধ্বে, আর এক টুকরো আশ্রয় মানুষের জীবনে এনে দিতে পারে নতুন আলো।

আপনার জেলার সংবাদ পড়তে