পিরোজপুরের ইন্দুরকানী থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শামীম হাওলাদার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনায় সারাদেশে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পর্যায়ক্রমে বদলি করা হচ্ছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে দেশের ৫২৭টি থানায় নতুন ওসি চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়।
এর আগে গত ১৯ নভেম্বর ইন্দুরকানী থানায় যোগ দেওয়া ওসি মোঃ আহসান কবির মাত্র ১২ দিন দায়িত্ব পালনের পর বদলি হয়েছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন নতুন ওসি মোঃ শামীম হাওলাদার।