ময়মনসিংহে প্রতিবন্ধী গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) :
| আপডেট: ৩ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫২ পিএম | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫২ পিএম
ময়মনসিংহে প্রতিবন্ধী গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুরে প্রতিবন্ধী গণধর্ষণ মামলার আসামী ধর্ষক জুয়েলকে (২১) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে র‌্যাব-২ এর সহায়তায় ঢাকার হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪। বুধবার দুপুরে র‌্যাব-১৪ সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

মামলার এজাহার সূত্রে জানায়, ধর্ষক জুয়েল ও নাঈম নাবালিকা প্রতিবন্ধী মেয়েটির নিকটতম প্রতিবেশী। সেই সুযোগে প্রতিবন্ধী মেয়েটিকে ফুসলিয়ে নাঈম তার বসতঘরে ডেকে নিয়ে গিয়ে দলগতভাবে ধর্ষণ করে। বিষয়টি প্রকাশ না করার জন্য ভয়-ভীতি দেখিয়ে মেয়েটিকে চুপ থাকতে বলে। পরে পরিবার মেয়েটির শারীরিক গঠন পরিবর্তন দেখে চিকিৎসকের শরণাপন্ন হয়ে জানতে পারেন মেয়েটি ১৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা। মেয়েটির বাবা জুয়েল ও নাঈম দ্বারা ধর্ষণের কথা জানতে পেরে আদালতে পিটিশন মামলা দায়ের করেন। পরে আদালতের আদেশে গৌরিপুর থানার মামলা রুজুর পর র‌্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে এবং ধর্ষক জুয়েলের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে দলগত ধর্ষণ মামলার ধর্ষক জুয়েলকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে