পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) মুক্তিযোদ্ধা সংসদ পিরোজপুর জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আহমেদ শহীদুল হক চান ও সদস্য সচিব আঃ রাজ্জাক মুনান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মীরকে আহ্বায়ক, স্বপন কুমার রায়কে যুগ্ম আহ্বায়ক এবং আবুল হোসেন তালুকদারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অনান্য চার সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা আঃ ছত্তার শেখ, মোঃ দেলোয়ার হোসেন ফকির, সুলতান আহমেদ, আশ্রাব আলী জোমাদ্দার।