ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে আক্রান্তের ভীড়

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩৮ পিএম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে আক্রান্তের ভীড়

দিন যতই সামনে যাচ্ছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ততই যেন বেড়েই চলছে। একই সঙ্গে হুঁ হুঁ করে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। সবশেষ পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ একদিনেই এই সংক্রামণ রোগটিতে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৬৫ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৩২০ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ৬২৭ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৪ হাজার ৪০৩ জন। মারা গেছেন ৩৯৪ জন।

প্রসঙ্গত, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

আপনার জেলার সংবাদ পড়তে