ববি'র ভিসি দপ্তরে মুলা পাঠিয়ে প্রতিবাদ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৯ পিএম
ববি'র ভিসি দপ্তরে মুলা পাঠিয়ে প্রতিবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি এখনও পূরন না করে মুলা ঝুলানো অবস্থায় রাখায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতীকি প্রতিবাদ স্বরূপ ভিসির দপ্তরে মুলা পাঠিয়েছে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (ইশা)'র পক্ষ থেকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রতীকি প্রতিবাদ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইশা'র ববি শাখার সভাপতি হাসিবুল হোসেন, সহ-সভাপতি আবু সালেহ মো. হাসিবুল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাসুম বিল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানিয়েছেন-বাকসু নির্বাচনের দাবির দুইমাসে কেবল মাত্র নীতিমালা হয়েছে, সমাবর্তন এমন সময়ে দেওয়া হয়েছে তখন জাতীয় নির্বাচন, খেলার মাঠ সংস্কারের দাবির ছয়মাস পেরিয়ে গেলেও অদ্যবর্ধি তা আলোর মুখ দেখেনি।

অবকাঠামোগত উন্নয়ন করার কথা বলে শিক্ষার্থীদের আন্দোলন থামানো হলেও ভূমি অধিগ্রহণ, মাস্টার প্ল্যান ইত্যাদি হচ্ছে হবে বলে ববি প্রশাসন সময়ক্ষেপন করছেন। এছাড়াও গ্রাউন্ড ফ্লোর থেকে মেইন গেইট পর্যন্ত রাস্তা সংস্কার প্রতি সপ্তাহে শুরু হচ্ছে বলে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি।

ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যেই সীমাবদ্ধ করে রাখা হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ। তড়িঘড়ি করে শিক্ষকদের প্রমোশন ও নিয়োগ দেয়া হলেও তাদের বেতন আটকা রয়েছে। কর্মচারীদের বেতন আটকা থাকলেও ববি প্রশাসক থেকে সব কিছুই হচ্ছে হবে বলে মুলা ঝুলানো হয়।

শিক্ষার্থীরা আরও জানিয়েছেন-ববি প্রশাসনের এ মুলা ঝুলানোর প্রতীকি প্রতিবাদ স্বরূপ প্রাথমিকভাবে ভিসি'র দপ্তরে মুলা পাঠানো হয়েছে। অন্য কোনো দপ্তর যদি ভিসি দপ্তরকে শিক্ষার্থীদের দাবি পূরণে সহায়তা না করে তাহলে সেইসব দপ্তরেও মুলা পাঠানো হবে। এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল কোন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হননি।

আপনার জেলার সংবাদ পড়তে