ভূঞাপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৪ পিএম
ভূঞাপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক শিক্ষা উপমন্ত্রী ও গোপালপুর-ভূঞাপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু। এ সময় আরও উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে