ধানের শীষ বিজয়ী করতে ত্রিশালে শাহজাহান কবীরের মতবিনিময় ও প্রচারণা

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫২ পিএম
ধানের শীষ বিজয়ী করতে ত্রিশালে শাহজাহান কবীরের মতবিনিময় ও প্রচারণা

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার শাহজাহান কবিরের নেতৃত্বে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ত্রিশাল-৭ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ মাহাবুবুর রহমান লিটন কে বিজয়ী করতে মতবিনিময় ও প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে সিএন্ডবি মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশালে আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. মাহবুবর রহমান লিটন।

সভাকে ঘিরে বিকেল থেকে উপজেলার সদর ইউনিয়নের বিএনপির মিছিল নিয়ে জড়ো হন দলীয় নেতা-কমর্মীরা। এসময় ধানের শীষ কে বিজয়ী করতে তারা উল্লাসের সাথে সাথে নানা স্লোগান দেন।

ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে ৬নং ত্রিশাল ইউনিয়নে ঐক্যবদ্ধ হয়েছেন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ রয়েছেন বলে জানিয়েছে তারা।

সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার শাহজাহান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মাহাবুবুর রহমান লিটন  বলেন, দেশের মানুষ ১৬ বছর ভোট দিতে পারেনি। মানুষ মুখিয়ে আছে ভোট দেয়ার জন্য। তিনি বলেন, বিএনপিকে জেতাতে এখন সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে