পঞ্চগড়ে শীতের প্রকোপ: সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রিতে

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৫, ১২:০৪ পিএম
পঞ্চগড়ে শীতের প্রকোপ: সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রিতে
ছবি, সংগৃহিত

পঞ্চগড়ে ডিসেম্বরের শুরু থেকে শীতের দাফট দেখা যাচ্ছে। প্রায় প্রতিদিনই তাপমাত্রা কমছে। এতে জনজীবন কিছুটা স্থবির হয়ে আছে। সবশেষ আজকের তথ্যে জানা গেছে,পঞ্চগড়ের তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রির ঘরে। চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও এটি। শীতের সেই আগমনী দৃশ্য আবারও দেখা গেল জেলার তেঁতুলিয়ায়। 

তেঁতুলিয়ায় শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয়রা ও আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রার এই পতন মৌসুমের মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় গণমাধ্যমকে বলেন, শনিবার ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। কয়েক ঘণ্টায় তা কমে নেমে আসে ১০ দশমিক ৫ ডিগ্রিতে। তাপমাত্রার এই পতন মৃদু শৈত্যপ্রবাহের ঘরে পড়েছে। একই সঙ্গে এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

ভোর থেকেই জেলায় ছিল হালকা কুয়াশা। তবে কিছুক্ষণ পর সূর্যের দেখা মিললেও বাতাসে ছিল ৯৪ শতাংশ আদ্রতা, যা শীতের অনুভূতি বাড়িয়ে দিয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শীত বাড়ায় সবচেয়ে দুর্ভোগে পড়ছেন দিনমজুর, শিশু ও বয়স্করা। শহরের দিনমজুর মোকসেদ আলী বলেন, দহঠাৎ ঠান্ডা অনেক বেড়ে গেছে। সকালবেলা কাজ করতে নামলেই হাত-পা জমে আসে। তবে বেলা বাড়লে থাকছে গরম আবহাওয়া।'

স্থানীয় কাপড় ব্যবসায়ী রজবুল ইসলাম জানান, দুই-তিন দিন ধরেই রাত ও সকালের শীত বাড়ছে। এতে গরম কাপড়ের চাহিদা শুরু হয়ে গেছে।

আবহাওয়া অফিস বলছে, হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা বাতাসের কারণে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। ভোররাত ও সকাল বেলায় কুয়াশা ঘন হবে এবং শীতের তীব্রতাও বাড়বে।

আপনার জেলার সংবাদ পড়তে