বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নড়াইল -২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনিত প্রার্থী আলহাজ্ব মো: মনিরুল ইসলাম।
লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো: আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে ও লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর ইসলাম পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমান, লোহাগড়াু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম সিকদার, লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন প্রমূখ।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাহমুদ ইসলাম। একই সাথে তৃণমূলের নেতা মোঃ মনিরুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়ায় জননেতা তারেক রহমান কে ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।