আশাশুনি উপজেলার খাজরায় লোকালয়ের কাছে অবৈধ ভাবে ভূগর্ভের বালি উত্তোলন করে জমি ভরাটের অভিযোগ পাওয়া গেছে।বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ ও পরবর্তীতে সয়শোধিত আইনে কৃষিজমি, বসতবাড়ি, পাহাড়, বাঁধ, সড়ক, কালভার্টের নিচ থেকে বালি উত্তোলন নিষিদ্ধ, নদীর তলদেশ থেকে গভীরভাবে (ড্রেজার/এক্সকেভেটর দিয়ে) বালি উত্তোলন নিষিদ্ধ এবং পরিবেশের ক্ষতি হয় এমন কোনোভাবে বালি তোলা যাবে না। শুধু সরকার নির্ধারিত বালুমহাল থেকে এবং ইজারা নিয়ে উত্তোলন বৈধ। নিয়মকে অবজ্ঞা করে চেউটিয়া নদী (খাল) থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন করা হচ্ছে। ড্রেজার মেশিন ব্যবহার করে স্থানীয় রমজান আলী প্রকাশ্যে বালি উত্তোলন করে পাশের জমিতে ফেলছে। স্থানীয়রা জানান, শ্রীউলা ইউনিয়নের আঃ ছাত্তারের পারিশামারী মৌজার জমি জবর দখল নিয়ে বালি ভরাটের মাধ্যমে দখল পাকাপোক্ত করার পায়তারা চালান হচ্ছে। এলাকাবাসী ভূগর্ভের বালি উত্তোলনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন।
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল আহমেদ বলেন, সাংবাদিকদের তথ্য অনুযায়ী লোক পাঠিয়ে বালি উত্তোলন বন্ধ করে দিয়েছিলাম। আপনি যখন বলছেন, পুনরায় আবার কাজ চলছে। বিষয়টি জরুরিভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।