বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) আসর নামাজ বাদ বরিশালের বাবুগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা(দক্ষিণ) বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দুলাল চন্দ্র সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপি'র সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
এছাড়াও এ দোয়া মোনাজাত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আরিফুর রহমান শিমুল সিকদার, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো.শামসুল আলম ফকির, বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ফরিদ হোসেন, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মো. এবায়দুল হক, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আল-আমিন, বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বিশ্বাস, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা দুয়ারী, জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক শিকদার, সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন, মাধবপাশা ইউনিয়ন বিএনপি'র সভাপতি অহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদার মিন্টু, দেহেরগতি ইউনিয়ন বিএনপি'র এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন হেমায়েত, চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর হোসেন স্বপন, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরাফাত হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য যুবদলের নেতাকর্মীরা সারাদেশে কুরআন খতম ও দোয়া কর্মসূচি পালন করছেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।