আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -১০ (গফরগাঁও ও পাগলা) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল্লাহ-আল-বাকীর (খেজুর গাছ) সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে গফরগাঁও উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আয়োজনে জামতলা মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ও ইউনিয়ন থেকে “জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ”এর নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল সহকারে জনসভাস্থলে অংশগ্রহণ করেন। গফরগাঁও উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আহসানুল্লাহ কাসেমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাইন উদ্দিনের
পরিচালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ- সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। এ সময় তিনি তরুণ সমাজকে নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্বশীলতার সাথে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আগামী বাংলাদেশের নেতৃত্ব হবে ইনসাফ ও ঈমানদারীর নেতৃত্ব। জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী। বিশেষ অতিথির বক্তব্য দেন
কেন্দ্রীয় জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, ময়মনসিংহ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি জাকির হুসাইন ও নেত্রকোনা জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রহুল আমিন নগরী, কিশোরগঞ্জ জেলা জমিয়তের সভাপতি প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদুল্লাহ্ জামীর।
এছাড়াও বক্তব্য রাখেন গফরগাঁও আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল্লাহ-আল-বাকী, উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা হাদিউল ইসলাম প্রমূখ। এ সময় উপজেলা জমিয়তের বিভিন্ন স্তরের হাজারো নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।