রহমতপুর-হিজলা মহাসড়কের আড়িয়াল খাঁ নদে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তুর স্থাপন

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩০ পিএম
রহমতপুর-হিজলা মহাসড়কের আড়িয়াল খাঁ নদে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তুর স্থাপন

বরিশালের মুলাদীতে রহমতপুর-বাবুগঞ্জ-হিজলা মহাসড়কের ৮ম কিলোমিটারে আড়িয়াল খাঁ নদে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় মীরগঞ্জ ফেরিঘাটের পূর্বপাড়ে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সেতু, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ, সড়ক পরিবহণ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং নৌ পরিবহণ,  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এই ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান, মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার, বরিশাল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আল ইমরান, সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা,  মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরাফাত জাহান চৌধুরীসহ স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা।

বরিশাল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে জানা গেছে, বরিশাল জেলা সদর এবং রাজধানী ঢাকার সঙ্গে মুলাদী-হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ উন্নত করার লক্ষ্যে দেশিয় অর্থায়নে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যায়ে আড়িয়াল খাঁ নদের ওপর মীরগঞ্জ সেতু নির্মিত হচ্ছে। মীরগঞ্জ সেতু নির্মাণের লক্ষ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) গত অক্টোবরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর সভায় চুড়ান্ত অনুমোদন লাভ করে। প্রায় ১ হাজার ৪৪২ কোটি ৫৯ লাখ টাকা ব্যায়ে সাপেক্ষে মীরগঞ্জ সেতুটির নির্মাণ কাজ শেষ হলে মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার সঙ্গে বরিশাল ও ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে। ১৪৮৪ মিটার দীর্ঘ মীরগঞ্জ সেতুর মূল অংশ ২টি এবাটমেন্ট ও ১৭৫ মিটারের দুটি ৯৭ মিটারের দুটি পিয়ারসহ ৫৪৪ মিটার। সংযুক্ত ভায়াডাক্ট ৯৪০ মিটার এবং সেতুর দুই প্রান্তে প্রায় সাড়ে ৪ কিলোমিটার সংযোগ সড়ক নির্মিত হবে। ২০২৮ সালের ৩০ জুন প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে বলে জানান বরিশাল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আল ইমরান। 

আপনার জেলার সংবাদ পড়তে