জমির মালিকানা নিয়ে দ্বন্ধে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির জেলা কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবীতে ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠান মালিকদের সংগঠনের আহ্বানে শুরু হওয়া ফার্মেসী ধর্মঘট স্থগিত করা হয়েছে। সোমবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির জেলার জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম জানান, ধর্মঘট শুরু করার পর মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম তার কার্যালয়ে ধর্মঘটকারী ওষুধ ব্যবসায়ীদের ডেকে নেন। এসময় পুলিশ কমিশনার জানান, ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তার করা হবে। পুলিশ কমিশনারের এমন আশ্বাসে রাত আটটার দিকে ধর্মঘট স্থগিত রাখার ঘোষনা দেওয়া হয়। তিনি আরও জানান, রাতের মধ্যে গ্রেপ্তার করা না হলে পরবর্তীতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, আসামিদের গ্রেপ্তারের আশ্বাসে ওষুধ মালিকরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। মামলার আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। উল্লেখ্য রোববার ভোরে নগরীর সদর রোডে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির জেলা কার্যালয়ে পাশের আইএকে পর্যটন হোটেলের মালিক লোকজন নিয়ে ভবন ভাংচুর করে। এ ঘটনায় সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম বাদী হয়ে চারজনের নামোল্লেখসহ ২০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। একইদিন সন্ধ্যায় আসামীদের গ্রেপ্তারের দাবীতে অনির্দিষ্টকালের জন্য সমিতির পক্ষ থেকে ফার্মেসী বন্ধের ঘোষণা দেওয়া হয়। তবে অভিযোগের বিষয়ে জানতে আইএকে পর্যটন হোটেলের মালিক ইকবাল আজমের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।