আশাশুনি উপজেলায় সদ্য যোগদানকারী নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু এঁর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, আলোচনা রাখেন, আশাশুনি সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাজিদ বিন রওশান (৩৭ বীর), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমেদ খান, উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ, সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, পিআইও আমিরুল ইসলামসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন ও জাকির হোসেন বাবু, উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালীসহ জুলাই আহত বীর যোদ্ধাবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ ও সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।