আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ দিবস পালন করা হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, অদম্য নারী পুরস্কার ও ঋণের চেক প্রদান করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইমলাম, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, অবঃ শিক্ষক কামরুন্নাহার প্রমুখ আলোচনা রাখেন। সভায় শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রেহেনা আক্তার, সফল নারী ভদ্রা রানী মন্ডল ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মর্জিনা খাতুনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।