শ্রীউলায় নির্বাচনী সমাবেশে রবিউল বাশার

জামায়াত ক্ষমতায় গেলে সকল ধর্মের লোক সমান সুযোগ সুবিধা পাবে

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৯ পিএম | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৯ পিএম
জামায়াত ক্ষমতায় গেলে সকল ধর্মের লোক সমান সুযোগ সুবিধা পাবে

সাতক্ষীরা-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, আশাশুনির শ্রীউলা ইউনিয়নের অবহেলিত গ্রামীণ সড়কগুলো মেরামত করা হবে, জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা নেওয়া হবে, খাল উন্মুক্ত করা হবে, সুপেয় পানির ব্যবস্থা করা হবে, পানি নিষ্কাশনের ব্যবস্থা সুগম করা হবে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকাল ৩ টায় নাকতাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহিলা সমাবেশ, শ্রীউলা মল্লাবাড়ি মসজিদ ও নাকতাড়া কালীবাড়ি বাজারে পৃথক দুটি পথসভা এবং নাকতলা কালীবাড়ি বাজারে অমুসলিমদের সাথে মতবিনিময়য সভায় প্রধান অতিথির বক্তব্যর তিনি এসব কথা বলেন।

শ্রীউলা ইউনিয়ন জামায়াতের আয়োজনে অনুষ্ঠানে মুহাদ্দিস রবিউল বাশার বলেন- জামায়াত ক্ষমতায় গেলে সব ধর্মের লোক সমান সুযোগ সুবিধা পাবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সবকিছু বন্টন করা হবে। সকল ধর্মের লোক স্বাধীনভাবে ধর্ম পালন করবে। ইউনিয়ন আমীর মাওঃ লুৎফর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি শাহিনুর ইসলামের  সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, জেলা কর্ম পরিষদ সদস্য ও প্রার্থীর সহধর্মিনী মোছাঃ জয়নাব তাহেরা, উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুরতাজ, সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, উপজেলা মহিলা বিভাগের সভানেত্রী শরিফা মনির, প্রভাষক দীপ্র কুমার মন্ডল প্রমুখ। সমাবেশে বক্তারা দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের ভোটারদের প্রতি আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে