প্রথম কাজটিই হলো আমাদের দুর্নীতি দূর করা: এড. মতিউর রহমান আকন্দ

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০২:৪১ পিএম
প্রথম কাজটিই হলো আমাদের দুর্নীতি দূর করা: এড. মতিউর রহমান আকন্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারী এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে। আমাদের প্রথম কাজটিই হচ্ছে দুর্নীতি দূর করা।  দুর্নীতিকে আমরা উৎখাত করবোই। শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং পুলিশসহ সকল জায়গা থেকে দুর্নীতি উৎখাত করতে হবে। প্রশাসনের স্বচ্ছতা নিয়ে আসা হবে।  জবাবদিহিতা নিয়ে আসা হবে।

মুক্তাগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শনিবার সন্ধ্যায় মুক্তাগাছা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।  জামায়াতের উপজেলা সেক্রেটারী আব্দুল্লাহ মুজাহিদের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলার আমীর অধ্যাপক শামছুল হক। এ সময় উপস্থিত ছিলেন মুক্তাগাছা প্রেসক্লাবের সভাপতি এফএম সালাম, সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, প্রতিষ্ঠাতা সভাপতি ও কার্যকরি সদস্য ইমাম উদ্দিন মুক্তা, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক সরকার প্রমূখ।

তিনি স্বাস্থ্য সেবায় দুর্নীতি বিষয়ে আলোকপাত করে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে মুক্তাগাছায় একটি বৃহৎ হাসপাতাল গড়ে তুলবেন; যেখানে নূন্যতম খরচে সাধারণ মানুষ সেবা নিতে পারবেন। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে। মসজিদ, মন্দির, পেগোডা, গির্জার (যদি থাকে) উন্নয়ণের জন্য যে বরাদ্ধ আসে তা সম হারে বন্টনের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে