দেবহাটায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে পুষ্পমাল্য অর্পণ ও সভা

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:০১ পিএম
দেবহাটায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে পুষ্পমাল্য অর্পণ ও সভা

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিচীবি দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় দেবহাটা ফুটবল মাঠ সংলগ্ন উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, দেবহাটা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টান। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খাঁন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রার্থী আব্দুল হাবিব মন্টু, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তানভির হোসেন প্রমুখ। সভায় শহীদ বুদ্ধিজীবি দিবসে মহান মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীর বর্বরতা উল্লেখ করে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে সকলকে একসাথে কাজ করার আহবান জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে