বাজিতপুরে বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপির র‌্যালি, মিছিল ও পথসভা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৩:১৬ পিএম
বাজিতপুরে বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপির র‌্যালি, মিছিল ও পথসভা

কিশোগঞ্জের জেলা বিএনপির সাবেক আহ্বায়ক প্রয়াত ২বারে এমপি মজিবুর রহমান মঞ্জু তনয়, বাজিতপুর  উপজেলা বিএনপির  সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে মঙ্গলবার সকাল ৯টার দিকে বিজয় দিবসের র‌্যালিটি ডাকবাংলার স্মৃতি স্তম্ভে ফুল দেন। পরে এক সমাবেশে মোস্তাফিজুর রহমান মামুন বলেন, গত ১৭ বছর ফ্যাসিবাদ সরকার দেশটিকে গিলে ফেলেছে। তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফাসিয়ে আজ মৃত্যু পথযাত্রী। এছাড়া তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে প্রায় দেড় যুগ ধরে দেশ ছাড়া করেছেন বলে উল্লেখ করেন। এসময় উপস্থিত ছিলেন বাজিতপুর জেলা বিএনপির মহিলা দলের সহ-সভাপতি বিলকিছ আক্তার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, কৌশিক আহমেদ সৌরভ, তাঁতি দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, মনু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ উল্লাহ জজি, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহিনুর আলম, উপজেলা যুবদলের অন্যতম নেতা নাছির উদ্দিন সোহাগ, দিঘীরপাড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফজলে নূর রাব্বি, কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, রুমেল মিয়া ও হাসান মিয়া।

আপনার জেলার সংবাদ পড়তে