সরাইলে মহান বিজয় দিবস পালিত

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৭ পিএম
সরাইলে মহান বিজয় দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করেছেন। গতকাল মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সেই সাথে উপজেলা পরিষদ চত্বরের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি ও অঙ্গসংগঠন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সরাইল সরকারি কলেজ, মহিলা কলেজ, সরাইল প্রেসক্লাব, ‘তরী’ সরাইল শাখা, এনজিও ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সকাল ৯ টায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সরকার ও অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্কাউট সদস্যদের অংশ গ্রহনে মাঠে শাররীক কসরত প্রদর্শন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে মাঠে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, মো. নান্নু ফকির, বিএনপি’র সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, জামায়াতে ইসলামের সভাপতি মো. এনাম খাঁ, সাবেক সভাপতি মাওলানা কুতুব উদ্দিন, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষিকাসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের হল রূমে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গকে দেয়া হয় সংবর্ধনা। শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে ৩ দিন ব্যাপি বিজয় মেলাও শুরূ হয়েছে। মসজিদ মন্দির গির্জায় ও অন্যান্য উপাসনালয়ে সকল প্রকার মুক্তিযোদ্ধা, জুলাইযোদ্ধা ও শহীদদের জন্য দোয়া করা হয়। হাসপাতাল ও এতিমখানায় পরিবেশন করা হয় উন্নতমানের খাবার। বিকেল সাড়ে তিনটায় অন্নদার মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজলা পরিষদ হল রূমে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি শেষ হয়। মাঠের অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ ও মাধ্যমিক শিক্ষা অফিসের পরিদর্শক মোছা. ইতি বেগম।