নেত্রকোনা-৪ আসনে সিপিবি মনোনীত প্রার্থী ও পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জলি তালুকদারের ওপর বিএনপির বল্লমধারী সন্ত্রাসীদের আক্রমণ ও সন্ত্রাসীদের পক্ষ হয়ে তাঁর বাড়িতে পুলিশের তল্লাশির ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বুধবার (১৭ ডিসেম্বর) এক বিবৃতিতে বলেন, গতকাল নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় মল্লিকপুর গ্রামে বিএনপি নামধারী দখলদার সন্ত্রাসী শাহীন ও বেবেলের নেতৃত্বে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সিপিবি নেতা জলি তালুকদারের ওপর আক্রমণ করা হয়। এ ঘটনা তাৎক্ষণিকভাবে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা সত্ত্বেও পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। উপরন্তু হামলাকারীদের মিথ্যা অভিযোগের ভিত্তিতে, সন্ত্রাসীদের পক্ষ হয়ে হান্নান নামের একজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল বিনা পরোয়ানায় জলি তালুকদারের বাড়িতে তল্লাশি চালিয়েছে। নেতৃবৃন্দ বলেন, এই ঘটনার মধ্য দিয়ে স্থানীয় বিএনপি এবং পুলিশ যৌথভাবে গোটা এলাকায় একটি ভীতির সঞ্চার করার চেষ্টা চালাচ্ছে। যা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায়। সিপিবি নেতৃবৃন্দ বলেন, অভিযোগ আছে নেত্রকোনা-৪ আসনের বিএনপি প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার পছন্দের কর্মকর্তাদের দিয়ে স্থানীয় প্রশাসন সাজিয়েছেন। গতকালের ঘটনার মধ্য দিয়ে সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে আক্রমণকারী, চিহ্নিত দখলদার সন্ত্রাসীদের গ্রেফতার এবং মাঠপ্রশাসনকে নিরপেক্ষ করার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছেন। বিবৃতিতে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের যথাযথ নিরাপত্তা বিধানের দাবি জানানো হয়।