বরিশালে ২ যুবকের লাশ উদ্ধার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:০০ পিএম
বরিশালে ২ যুবকের লাশ উদ্ধার

বরিশালের উজিরপুর উপজেলার একটি খাল থেকে অজ্ঞাতনামা যুবক (৩২) ও বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশের কাঠের পোল সংলগ্ন এলাকা থেকে সাকিব হাওলাদার (২৫) নামের অপর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানিয়েছেন-উপজেলার ওটরা গ্রামের একটি খালে স্থানীয়রা বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে অজ্ঞাতনামা এক যুবকের লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতনামা ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ওসি আরও জানিয়েছেন-উদ্ধার করা অজ্ঞাতনামা যুবকের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে। 

অপরদিকে বৃহস্পতিবার সকালে বরিশাল-কুয়াকাট মহাসড়কের পাশ্ববর্তী কাঠের পোল সংলগ্ন এলাকার রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পরে থাকতে দেখে স্থানীয়রা বাকেরগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এসময় নিহতের প্যান্টের পকেট থেকে এনআইডি কার্ড উদ্ধার করে পরিচয় নিশ্চিত করা হয়।

বাকেরগঞ্জ থানার ওসি খোন্দকার মোহাম্মদ সোহেল রানা জানিয়েছেন-নিহত সাকিব হাওলাদার পটুয়াখালীর দুমকি উপজেলার চরবয়ড়া এলাকার জসিম হাওলাদারের ছেলে। ওসি আরও জানিয়েছেন, নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুরো বিষয়টি গভীর ভাবে তদন্ত চলছে জানিয়ে ওসি বলেন-নিহতের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে