বৃহসপতিবার সকালে এডুকো বাংলাদেশ ও এনএসএস সহযোগিতায় এমপাওয়ার প্রকল্পের যুব সদস্যরা কুয়াকাটা সী বিচ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। ঘন্টাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শেষে তারা পর্যটক, স্থানীয় মানুষ, পৌরসভা ও সরকারের কাছে বীচ পরিস্কার পরিচ্ছন্ন রাখার দাবী জানান।
এতে বক্তৃতা করেন ইয়ুথ সদস্য মুক্তি, এমপাওয়ার প্রকল্পের পিসি তাজমেরী জাহান লিখন, সাংবাদিক জাকির হোসেন, এনএসএস'র নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা, এডুকোর ক্লাইমেট চেইঞ্জ ও ডিসাস্টার ম্যানেজার কাজী আবদুল কাদির। কর্মসূচিতে ১৫০ যুব সদস্য, অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি অংশগ্রহণ করেন।