আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ১৫১ ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া সংসদীয় আসনে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী হিসেবে অধ্যাপক মো:জসিম উদ্দিন স্যারের পক্ষে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন ফুলবাড়ীয়া ঐক্যবদ্ধ জনতার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে ফুলবাড়িয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মহোদয়ের কার্যালয় থেকে অধ্যাপক মোঃ জসিম উদ্দিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এর মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহে সংসদ সদস্য পদের মনোনয়ন পত্র সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মনোনয়ন ফরম উত্তোলনের মধ্য দিয়ে সূচিত হলো এক নতুন প্রত্যাশার অধ্যায়। শিক্ষা, সততা ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী অধ্যাপক মো:জসিম উদ্দিনের নেতৃত্বে ফুলবাড়িয়ার মানুষের স্বপ্ন ও অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে চলার অঙ্গীকারই এ উদ্যোগের মূল প্রেরণা। এটি কেবল একটি নির্বাচনী কার্যক্রম নয় এটি ফুলবাড়িয়ার মাটি ও মানুষের পক্ষে ঐক্যবদ্ধ জনতার সাহসী অবস্থান। ন্যায়ের রাজনীতি ও টেকসই উন্নয়নের প্রত্যয়ে উচ্চারিত এক শক্তিশালী বার্তা। এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া ঐক্যবদ্ধ জনতার সভাপতি জাকির হোসেন মঞ্জু,সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, মিডিয়া ও সাংস্কৃতিক সম্পাদক রিয়াদুল ইসলাম শাহীন, প্রচার সম্পাদক সোহেল সরকার, ইয়ং পাওয়ার অফ ফুলবাড়িয়া সভাপতি আশিকুর রহমান, প্রচার বিভাগের সদস্য কামরুল ইসলাম সহ অন্যান্যরা।