বরিশালের বাবুগঞ্জে হাদি হত্যার প্রতিবাদে গণধিকার পরিষদের বিক্ষোভ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৯ পিএম
বরিশালের বাবুগঞ্জে হাদি হত্যার প্রতিবাদে গণধিকার পরিষদের বিক্ষোভ

বরিশালের বাবুগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গণধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনসমূহ।

বুধবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় বাবুগঞ্জ উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের রামপট্টি  এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে গণধিকার পরিষদের উপজেলা শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ কর্মসূচি চলাকালে বরিশাল-ঢাকা মহাসড়কের উভয় পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভ কালে নেতাকর্মীরা ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, এই হত্যাকাণ্ড স্বাধীন মতপ্রকাশ ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর সরাসরি হামলা। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এ সময় বিভিন্ন স্লোগান ও বক্তব্যের মাধ্যমে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয় এবং সারাদেশে এর প্রতিবাদ জোরদার করার আহ্বান জানানো হয়।

বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সহ সভাপতি রানা আহমেদ, বরিশাল জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিক হাওলাদার, জেলা যুব অধিকার পরিষদ এর সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন হাওলাদার। বাবুগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের নেতা মো. জাহিদুল ইসলাম রিয়াদ, মোঃ ইয়াসিন আরাফাত। ছাত্র অধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. নয়ন ফকির, সাধারণ সম্পাদক কে. এম. আলামিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে