দৌলতপুরে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৮ পিএম
দৌলতপুরে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নে পদ্মা নদীর ভয়াবহ ভাঙ্গন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা ও সমাধান গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে এলাকাবাসী।গতকালবিকেলে মরিচা ইউনিয়নের পদ্মা নদী তীরবর্তী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সাধারণ জনগণ ও সচেতন মহলের উদ্যোগে নদী ভাঙ্গন এলাকায় এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকা হারানো বিপুলসংখ্যক ক্ষতিগ্রস্ত মানুষ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নিয়ে নদী রক্ষা সহ অবশিষ্ট ফসলি জমি ঘরবাড়ি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রক্ষার্থে করণীয় সকল বিষয় তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে নদী ভাঙ্গনের জন্য কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেন। পাশাপাশি তারা আরো বলেন, এই নদী থেকে প্রতিদিন শত শত কার্গো বালি উত্তোলন করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে একটি মহল। যার কারনে নদী প্রতিনিয়ত তার গতিপথ পরিবর্তন করছে এবং নতুন নতুন এলাকায় ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। 

নতুন করে এই শুষ্ক মৌসুমে নদী ভাঙ্গনের সৃষ্টি হওয়ার কারণে নদীগর্ভে  প্রতিদিন বিলীন হচ্ছে হাজার হাজার বিঘা ফসলি জমি  । 

বক্তারা আরো বলেন, বছরের পর বছর ভাঙ্গনের ফলে মরিচা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা আজ নদীগর্ভে বিলীন। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ স্থাপন এবং টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণের মাধ্যমে এই জনপদ কে রক্ষা করতে না পারলে পুরো দৌলতপুর উপজেলা এই ক্ষতির সম্মুখীন হবে।

উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে পদ্মার অব্যাহত ভাঙ্গন দৌলতপুরের অনেক পরিবার তাদের মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এখন মানবেতর জীবন যাপন করছে। বারবার ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষ সহ জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয়দের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ বিরাজ করছে।

মানববন্ধন শেষে এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে নদী তীর সংরক্ষণে কার্যকর পদক্ষেপ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা না হয়, তবে আগামীতে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

আপনার জেলার সংবাদ পড়তে