সোনারগাঁয়ে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলা উত্তর শাখা উপজেলার সাদিপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে।
দোয়ার অনুষ্ঠানে সাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সাদিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফারাহ জুবায়েরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলা উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়া। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক মাওলানা আমির হোসাইন। এসময় জামায়াত নেতা মোঃ শাহজালাল মিয়া, তোফাজ্জল হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন শহীদ শরীফ ওসমান হাদী। ওসমান হাদী এদেশের একটি নাম একটি ইতিহাস। তিনি স্বদেশ প্রেমের প্রেরণার বাতিঘর। যতদিন বাংলাদেশ থাকবে ওসমান হাদিরা বেঁচে থাকবে বাংলাদেশের মানুষের হৃদয়ে।
পরে উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমির হোসাইন শহীদ হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন।