গজারিয়ায় কৃষি উন্নয়ন বিষয়ে সভা অনুষ্ঠিত

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫, ০২:২৬ পিএম
গজারিয়ায় কৃষি উন্নয়ন বিষয়ে সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলায় কৃষি উন্নয়ন ও কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা,সার নিয়ে অংশিজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার গজারিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন  উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন সিদ্দিক।

অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাইদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফিজুর রহমান,  বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন,  ডিলারসহ স্থানীয় প্রান্তিক কৃষক ও গণমাধ্যমকর্মীরা।  

এ সময় বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি, কৃষকের আর্থসামাজিক উন্নয়ন এবং সরকারি কৃষি সহায়তা কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে