মাইনরিটি ঐক্য জোটের আত্মপ্রকাশ : পাঁচ দফা দাবি উত্থাপন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সম্প্র | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫, ০১:১৪ পিএম
মাইনরিটি ঐক্য জোটের আত্মপ্রকাশ : পাঁচ দফা দাবি উত্থাপন

দায়ের অধিকার, নিরাপত্তা ও অস্তিত্ব রক্ষায় নিবন্ধিত দল "বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)'র নেতৃত্বে সংখ্যালঘুদের ৭০টি ধর্মীয় অঙ্গ সংগঠনের সমন্বয়ে 'মাইনরিটি ঐক্য জোট' নামের একটি নতুন জোটের আত্মপ্রকাশ করা হয়েছে।সংগঠনের পক্ষ থেকে সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে প্রেরিত ই-মেইল বার্তায় জানানো হয়েছে-রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ জোটের আত্মপ্রকাশ করা হয়।সূত্রমতে, সারাদেশ থেকে আসা ৪৪টি মাইনরিটি সম্প্রদায়ের ধর্মীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে এ জোটের প্রতি সংহতি প্রকাশ করেন।জোটের নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মাইনরিটি সম্প্রদায়ের বৃহত্তর ঐক্যের কোন বিকল্প নেই। ইস্পাতের মতো কঠিন ঐক্য তৈরি করে মুক্তিযুদ্ধের চেতনায় সম্প্রীতির বন্ধনে বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হবে।মাইনরিটি ঐক্য জোটের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)'র সভাপতি এবং মাইনরিটি ঐক্য জোটের আহবায়ক সুকৃতি কুমার মন্ডল।বীরেন্দ্রনাথ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিএমজেপি'র সহ-সভাপতি এবং মাইনরিটির ঐক্য জোটের যুগ্ন আহবায়ক আর কে মন্ডল রবিন, সংগঠনের মহাসচিব দিলীপ কুমার দাস সহ দল এবং সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।বক্তারা বলেন-অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধর্ম যার যার রাষ্ট্র সবার আদর্শ প্রতিষ্ঠা করা, শিক্ষাক্রমে আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা, দুর্নীতি প্রতিরোধে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিতসহ রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ নেয়াসহ পাঁচদফা দাবি তুলে ধরা হয়।জোটের ভাইস প্রেসিডেন্ট আর কে মন্ডল রবিন, বলেন, দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, পাহাড়িসহ সম্মিলিত সকল সংখ্যালঘু মহা ঐক্যের সমম্বয়ে  মহাশক্তিতে রূপান্তরিত করে সংখ্যালঘুদের প্রাণের দাবি এবং সুরক্ষায় নিশ্চিতকরণে এই জোট নিরলসভাবে কাজ করে যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে