বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ১২ নেতাকর্মী কারাগারে

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫, ০১:৪৭ পিএম
বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ১২ নেতাকর্মী কারাগারে

বরিশালের বাবুগঞ্জে জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম হত্যা মামলার ১২ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।সোমবার (২২ ডিসেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তারা। আদালতের বিচারক মো. ফারুক হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।কারাগারে পাঠানো আসামিরা হলেন বাবুগঞ্জ উপজেলার ঠাকুর মল্লিক এলাকার বাসিন্দা ছাত্রদল নেতা নাবিদ হাসান শান্ত, মিজানুর রহমান কবিরাজ, মো. বাবুল হাওলাদার, চর হোগলা এলাকার সফিউল আজম শাহিন ফরাজী, এমদাদুল হক মিলন ও তার ভাই জহিরুল ইসলাম, সাইদুর রহমান, খান মো. সোহাগ, সফিকুল ইসলাম সবুজ হাওলাদার, রফিক মুন্সি, সুমন ব্যাপারী এবং আব্দুল্লাহ হাওলাদার।আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, রবিউল ইসলাম হত্যা মামলার এসব ১২ আসামি উচ্চ আদালতের দেওয়া জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে তারা বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন। পরে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।মামলার বিবরণে জানা গেছে, তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের জেরে গত ১৭ নভেম্বর বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলামকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহত রবিউল ইসলামের বাবা কুয়েতপ্রবাসী মিজানুর রহমান দুলাল হাওলাদার বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আপনার জেলার সংবাদ পড়তে