দেশজুড়ে আবারও প্রবল শৈত্যপ্রবাহ এবং কুয়াশার তীব্রতা বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার থেকে দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ, এবং এই অবস্থান এক সপ্তাহ ধরে স্থায়ী হতে পারে।
তেঁতুলিয়ায় ইতিমধ্যেই শৈত্যপ্রবাহের তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। আবহাওয়াবিদদের মতে, পশ্চিমা লঘুচাপের নিম্নমুখী অংশ ভারত থেকে ঠান্ডা বাতাস বয়ে নিয়ে আসছে, যা বুধবার সকাল থেকেই বাংলাদেশে প্রবাহিত হতে শুরু করবে। ফলে সারা দেশে কুয়াশা বাড়বে, এবং দিনের বেলায় সূর্যের দেখা পাওয়া কঠিন হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত কয়েক দিন রাজধানীর তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছিল, তবে এখন থেকে তাপমাত্রা আবারও কমতে শুরু করবে। বিশেষ করে রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট এবং উত্তরাঞ্চলসহ যশোর ও চুয়াডাঙ্গা এলাকায় শীতের প্রভাব বেশি থাকবে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, শীতের হিমেল বাতাসের প্রবাহটি শক্তিশালী হয়ে উঠেছে, যার ফলে শীত ও কুয়াশা উভয়ই আগামী কয়েক দিন আরও বাড়বে। এই শৈত্যপ্রবাহটি চলতি মৌসুমের সবচেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে, এবং ১৪ জানুয়ারি পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবার ছিল তেঁতুলিয়ায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, তবে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য এলাকায় তাপমাত্রা ১৭ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।
আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জনসাধারণকে আগামী সপ্তাহে শীতের তীব্রতা ও কুয়াশার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে।