কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা: দুইজনকে গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৩:৫৪ পিএম
কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা: দুইজনকে গ্রেপ্তার

মাদক সেবনের অভিযোগ তুলে মারধরের পর দাবিকৃত টাকা না পেয়ে খালা বাড়িতে বেড়াতে আসা ঢাকার শহীদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্র সাইমন ইসলাম সিয়ামকে (১৭) পিটিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে র‌্যাব-৮ বরিশালের সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানিয়েছেন, সিয়াম হত্যাকান্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পটুয়াখালীর মির্জাগঞ্জ থানা পুলিশ এবং বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা এই নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে তাৎক্ষণিক অভিযানে নামে।

সম্মিলিত অভিযানে ঘটনার মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ঢাকার যাত্রাবাড়ীর ধোলাইরপাড় এলাকা থেকে অভিযুক্ত রাইয়ান ও রাশেদকে গ্রেপ্তার করা হয়।

সূত্রমতে, গ্রেপ্তারকৃত প্রধান অভিযুক্ত রাইয়ান পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার উত্তর সুবিদখালী এলাকার আব্দুস সালামের ছেলে এবং তার সহযোগি রাশেদ একই থানার ডিবুয়াপুর এলাকার রফিকুল ইসলাম পিন্টুর ছেলে।

কলেজ ছাত্র সাইমন ইসলাম সিয়াম গত ১৮ ডিসেম্বর ঢাকা থেকে পটুয়াখালীর মাদারবুনিয়া এলাকার তার নানাবাড়িতে বেড়াতে আসে। গত ২৩ ডিসেম্বর সে (সিয়াম) তার নানাবাড়ি থেকে মির্জাগঞ্জের খালার বাড়িতে বেড়াতে আসে।

ওইদিন বিকেলে খালাতো ভাই আব্দুল্লাহ আল মামুনের সাথে ঘুরতে বের হয়ে তারা সুবিদখালী সরকারি কলেজের উত্তর পাশের বালুর মাঠে যায়। সেখানে যাওয়ার পর সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত স্থানীয় বখাটে কয়েকজন যুবক মাদক সেবনের অভিযোগ তুলে সিয়াম ও মামুনকে মারধর করে টাকা দাবি করে।

সূত্রে আরও জানা গেছে, এনিয়ে বাগবিতন্ডার একপর্যায়ে সিয়াম ও মামুনকে পিটিয়ে গুরুত্বর আহত করে সন্ত্রাসীরা। পরে অভিযুক্তরা আহত দুইজনকে নিজেদের মোটরসাইকেলে করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে হাসপাতালের চিকিৎসকেরা সিয়ামকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত মামুনকে (১৭) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় ওইদিন রাতেই রাইয়ানসহ তিনজনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে নিহতের বাবা মো. বাছেদ তালুকদার জুয়েল বাদি হয়ে মির্জাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।