মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৩ পিএম
মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন। গণসংবর্ধনার কর্মসূচি শেষ করে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে তিনি হাসপাতালে পৌঁছান।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনার মঞ্চে উপস্থিত হন তারেক রহমান। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তিনি মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা ছয়টার আগেই তিনি হাসপাতালে প্রবেশ করেন।

গণসংবর্ধনার বক্তব্যে তারেক রহমান দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে শান্তি ও শৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, “যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। আমরা শান্তি চাই। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারও উসকানিতে পা দেওয়া যাবে না।” একই বক্তব্যে তিনি বলেন, “আমি আপনাদের সামনে বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। আমি এই প্ল্যান বাস্তবায়ন করতে চাই।”

হাসপাতালে পৌঁছানোর পর তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেনসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা। এ সময় হাসপাতালের সামনে জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর নেতাকে একনজর দেখতে তারা সেখানে ভিড় করেন।

মায়ের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তারেক রহমান দেশবাসীর কাছে দোয়া চান। তিনি বলেন, “সন্তান হিসেবে আমার মন হাসপাতালে শুয়ে থাকা আমার মায়ের বিছানায় পড়ে আছে। সবাই দোয়া করবেন, যেন তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।”

এর আগে বৃহস্পতিবার সকালে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাজ্যের লন্ডন থেকে আসা ওই ফ্লাইটে তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। দেশে ফিরেই তিনি সরাসরি গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

আপনার জেলার সংবাদ পড়তে