'সুস্থ দেহ সুস্থ মন, হাঁটবো আমি যতক্ষণ' এই স্লোগানে এবারো ক্রীড়া ও সামাজিক সংগঠন 'চলেন হাঁটি'র উদ্যোগে চাঁদপুরে বয়সভিত্তিক নারী-পুরুষদের নিয়ে ২য়তম 'হাঁটা ম্যারাথন' প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর বুধবার সকাল ৭টায় চাঁদপুর সরকারি প্রাঙ্গণ থেকে এই প্রতিযোগিতা শুরু হবে। বেলুন ও পায়রা উড়িয়ে এর উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক মো.নাজমুল ইসলাম সরকার। চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ একেএম আবদুল মাননানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান। এছাড়া উপস্থিত থাকবেন ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা.একেএম মাহাবুবুর রহমান.চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন জামিউল হিকমা,চাঁদপুর সরকারি কলেজের উপধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান মিয়া,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা,সাধারণ সম্পাদক কাদের পলাশ,নবনির্বাচিত সভাপতি সোহেল রুশদী,ক্লিন চাঁদপুর এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অ্যাড.মো.নুরুল আমিন খান আকাশ প্রমুখ।
'চলেন হাঁটি'র উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সাংবাদিক আলম পলাশ জানান,স্বাস্থ্য সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ২০২৪ সালের ১ জুন ক্রীড়া ও সামাজিক সংগঠন 'চলেন হাঁটি'র যাত্রা শুরু হয়। ওই বছরের ২৩ নভেম্বর প্রথমবার প্রায় ৪০০ নারী পুরুষকে নিয়ে বয়সভিত্তিক চারটি গ্রুপে শহরে প্রতিযোতিার আয়োজন করা হয়। এবারো চারটি গ্রুপে এই প্রতেযোগিতায় প্রায় ৩০০জন অংশ নিচ্ছেন। এতে অংশ নেয়া পুরুষরা ৬ কিলোমিটার এবং নারীরা ৩ কিলোমিটার শহরের নির্দিস্ট পথ হেঁটে যারা বিজয়ী হবেন তাদের ১২জনকে ক্রেস্ট,সনদ ও মেডেল প্রদান করা হবে। অংশগ্রহণকারী সবার জন্য ভাল মানের নাস্তাও দেয়া হবে। সেই সাথে বিশেষজ্ঞ চিকিৎসকের নিয়ে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পে ডায়বেটিস, প্রেসার মাপাসহ চিকিৎসা সেবা দেওয়া হবে।