ঈদগাঁওতে জমির টপসয়েল কাটায় অর্থদণ্ড

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : | প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৮ পিএম
ঈদগাঁওতে জমির টপসয়েল কাটায় অর্থদণ্ড

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।  অভিযান পরিচালনা কালে উপজেলার জালালাবাদ ইউনিয়নের পূর্ব বাহারছড়ায় কৃষি জমির উপরি ভাগ কাটার অপরাধে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মতে এ অর্থদণ্ড দেয়া হয় বলে প্রচারিত খবরে উল্লেখ করা হয়।  তবে খবরটিতে অভিযুক্তের নাম উল্লেখ করা হয়নি।

 উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির কর্তৃক এ অভিযান পরিচালনার সময় সহযোগিতায় ছিল  ঈদগাঁও থানা পুলিশ। এদিকে পরিবেশ বিরোধী এ ধরনের অভিযান পরিচালনা করায় প্রশাসনের প্রতি সাধুবাদ জানিয়েছেন ঈদগাঁও প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে