বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার প্রতিবাদ এবং খুনিদের গ্রেফতারের দাবিতে চাঁদপুর জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার(১০ জানুয়ারি) বিকাল চারটায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মাসুদ মাঝি,সদস্য সচিব শামসুল আরেফিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামসুল আলম সূর্যের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। এ সময় জেলা উপজেলা পৌর, ওয়ার্ড, ইউনিয়ন নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।