ইন্দুরকানীতে যুবলীগের সভাপতি গ্রেফতার

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫, ০১:১৮ পিএম
ইন্দুরকানীতে যুবলীগের সভাপতি গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানীতে নাশকতার মামলায় উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বরকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ইন্দুরকানী ও শাহবাগ থানা পুলিশের সহযোগিতার  ঢাকার শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আঃ রাজ্জাক মাতুব্বর (৫২) বালিপাড়া ইউনিয়নের ডেপসাবুনিয়া গ্রামের মৃত নেছার উদ্দিনের ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হাওলাদার জানান, দেশব্যাপী “অপারেশন ডেভিল হান্ট ফেজ-২”নামের বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা রাজ্জাক মাতুব্বর গ্রেফতার করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে